বাউফলে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

বাউফলে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

দেলোয়ার হোসেন, বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকী উপলক্ষে ৭জন অসহায় ও অস্বচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় এ সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এর সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান।
প্রধান অতিথি মোশারেফ হোসেন খান বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির জনক হয়ে ওঠার পিছনে শেখ ফজিলাতুন্নেসার অসামান্য অবদান রয়েছে। বঙ্গবন্ধুর সকল কাজে সারা জীবন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা অনুপ্রেরণা দিয়েছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক সকল কাজে সহযোগিতা করেছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা। তার ইতিহাস জানতে হবে সকলের। বঙ্গবন্ধু যখন জেলখানায় ছিলেন তখন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা জেল খানা থেকে সব খবরাখবর তদকালীন ছাত্রলীগ নেতাদের কাছে পৌছেদিতেন।
সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত সেলাই মেশিন নিতে আসা অস্বচ্ছল নারীদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন,সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি  শামসুল আলম মিয়া, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।